দিরাই উপজেলায় মোট নদ-নদীর সংখ্যা-২৪টি । তম্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কুশিয়ারা,কালনী,পিয়াইন,মরা সুরমা,ডাহুক। এছাড়াও দিরাই উপজেলা হাওড় বেষ্টিত। এখানকার উল্লেখযোগ্য হাওড়সমূহ হলো চাপতির হাওড়,বরাম হাওড়,কালিয়াকোটা
হাওড়।
কালনী নদী
সুরমা ও কুশিয়ারার সাথে সংযোগস্থাপনকারী যে নদীটি, সেটি কালনী নদী নামে পরিচিত। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মার্কুলী নামক স্থান থেকে কুশিয়ারার সাথে সংযোগ নিয়ে কালনী নদী উত্তরে অবস্থিতজেলার দক্ষিণ সুনামগঞ্জ ও সদর উপজেলার কিছু অংশ ঘেঁষে সুরমায় পতিত হয়েছে। তবে দিরাই উপজেলার মার্কুলী থেকে রজনীগঞ্জ বাজার পর্যন্ত নদীকে মূলত কালনী বলে, আর রজনীগঞ্জথেকে সদর উপজেলার পাঁচহাত ধনপুর গ্রাম হয়ে সুরমায় পতিত হওয়া অংশকে শাখা সুরমা বলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস