সাংগঠনিক কাঠামো
কালনি নদীর তীরে অবস্থিত এই উপজেলার নাম ’দিরাই’। অতীতে দিরাই এর নাম ছিল বাবাগঞ্জ বাজার। জিতরাম ও দ্বিদরাম নামক দুইজন প্রভাবশালী ব্যক্তি এএলাকায় প্রথম দিকে বসবাস করত, তাঁদের নামে উপর ভিত্তি করে বাবাগঞ্জ বাজারের নাম ‘‘দিরাই বাজার হিসেবে পরিচিতি লাভ করে। ১০/১২/১৮৯২ খ্রিঃ তারিখে প্রকাশিত আসাম গেজেট নোটিফিকেশন নং-৫৯৫৪ মূলে এই উপজেলার নামকরণ করা হয় ’দিরাই’। সুনামগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিম অংশে প্রায় ৪২০.৯৩ বর্গ কি:মি: এলাকা জুড়ে ’দিরাই’ উপজেলা বিস্তৃত। উত্তরে দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা, দক্ষিনে শাল্লা নবীগঞ্জ উপজেলা, পূর্বে জগন্নাথপুর উপজেলা, পশ্চিমে-শাল্লা,খালিয়াজুড়ি ও জামালগঞ্জ উপজেলা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দিরাই, সুনামগঞ্জ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস