উক্ত প্রতিষ্টানে ৫ টি একাডেমিক ভবন ও একটি খেলার মাঠ রয়েছে। এতে ৯জন শিক্ষক, ১ জন করনিক, ২ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী আছে।
উক্ত প্রতিষ্টানটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাস্থ ৭ নং জগদল ইউনিয়নে অর্ন্তগত জগদল গ্রামের মদ্যবর্তী স্থানে অবস্থিত। ইহা ১৯৬১ খ্রি: এলাকার গন্যমান্য ব্যাক্তি ও জনগনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আরম্ভ হয়। পরবর্তীতে জুনিয়র স্বীকৃতি পায় ০১/০১/১৯৬৬ খ্রি:, নবম শ্রেনী খোলার অনুমতি পায় ০১/০১/১৯৬৭ খ্রি:, মানবিক শাখায় মাধ্যমিক স্তরে স্বীকৃতি পায় ০১/০১/১৯৬৮ খ্রি:, বিঞ্জান শাখা খোলার অনুমতি পায় ০১/০১/১৯৭৩ খ্রি:, এ শাখায় প্রথম পরীক্ষা শুরু হয় ১৯৭৫ খ্রি:। বর্তমানে উল্যেখিত দুটি শাখায় পাঠদান কার্যক্রম চালু আছে।বোর্ড কতৃক প্রদত্ত স্বীকৃতির মেয়াদ শেষ ০১/১২/২০১৩ খ্রি:। এতে একটি কনফারেন্স হল ও একটি স্থায়ী পাকা টিপুমঞ্চ আছে। উল্যেখ বিদ্যালয়ের চারদিকে গেইটসহ সীমানা বেষ্টনী দেয়াল রয়েছে এবং বিগত ২০১২ খ্রি: এসএসসি পরিক্ষার স্থায়ী কেন্দ্র হিসেবে কার্যক্রম চারিয়ে আসছে, উক্ত প্রতিষ্টানের জেএসসি ও এসএসসি পরিক্ষার ফলাফল সন্তোষজনক।
৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
১৪১ জন | ১১৩ জন | ১০৩ জন | ৭০ জন | ৭৪ জন |
সন | জেএসসি পরিক্সার্থী | পাশের হার | এসএসসি পরিক্ষার্থী | পাশের হার |
২০০৯ | - | - | ২৮ | ৬০.৭১% |
২০১০ | ৪৭ | ৩৮.৩০ | ৩৯ | ৫৮.৯৭% |
২০১১ | ৯০ | ৯৬.৬৬ | ৩৯ | ৭১.৮০% |
২০১২ | ৬৮ | ৯৭.০৫ | ৪৫ | ৯৫.৫৫% |
২০১৩ | - | - | ৪৪ | ৮৮.৬৩% |
১৬ জন ( ৬ষ্ঠ হইতে ১০ শ্রেনী পর্যন্ত)
ভবিষ্যতে এই বিদ্যারয়টিকে মহাবিদ্যারয়ে উন্নিত করতে চাই।
বর্ষাকালে নৌকা যোগে এবং হেমন্তে পায়ে হেটে।
১৫ জন। ৬ষ্ঠ শ্রেনী হইতে ১০শ্রেনী পর্যন্ত)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS